নিজস্ব প্রতিবেদক:
নগরের লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. শাহেদ সায়েদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহেদ অর্থঋণ জারি মামলা নং- ১৪/২০১২ সংক্রান্তে ২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আদালত কর্তৃক ৬ মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি। তাকে লালখানবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
সিএসপি/বিআরসি