লোহাগাড়া প্রতিনিধি:
লামার সরই ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাছ কাটা নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে মো. ওসমান গনি (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৭ জন।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সাড়ের ১১টার দিকে ইউনিয়নের লোহাগাড়ার সীমান্তবর্তী হাসনাভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড গোরস্থান নোয়াপাড়ার আবদুল খালেক এর ছেলে।
সংঘর্ষের ঘটনায় নিহতের ভাই আবদুল জব্বার ৫৫, আবদুর রহমান ৬০ এবং নিহত ওসমান গনির পুত্র মোজাহিদ (১৩) গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ওসমানের শ্যালক মো. ইব্রাহিম বলেন, জায়গা নিয়ে কবির আহমদ গংদের সঙ্গে নিহত ওসমান গনির পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এরই ধারাবাহিকতায় আজকে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে ওসমান গনিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জামসেদ গিয়াসউদ্দিন বলেন, গুরুতর অবস্থায় চারজনসহ আটজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ওসমান গনি নামের একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গাছ কাটা নিয়ে উভয়পক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে, তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএসপি/বিআরসি