মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
৩১দফা বাস্তবায়নে রাষ্ট্র কাটামো মেরামতের জন্য তারেক রহমানের ম্যাসেজ ইউনিয়নে,ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে লোহাগাড়ায় রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সভা চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা

লক্ষীপুরের হত্যা মামলার আসামি পতেঙ্গা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

লক্ষীপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাজন প্রকাশ মনির আহম্মদ রাজনকে ১০ বছর পর নগরের পতেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে পতেঙ্গার পুরাতন কন্ট্রোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির আহম্মদ লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামের নূর নবী খোকার ছেলে।

র‌্যাব জানায়, ২০১৪ সালের জুনে লক্ষীপুর সদর থানার পশ্চিম লতিফপুর এলাকায় দলীয় কোন্দলকে কেন্দ্র করে আসামি রাজন ও তার ৮-১০ জন সহযোগীরা মিলে মো. মহসিন (৪০) নামে এক যুবককে ছুরি ও চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

র‌্যাব জানায়, এই হত্যাকাণ্ডের পর ভিকটিমের পরিবার বাদী হয়ে লক্ষীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-২৫, তারিখ ১০ জুন ২০১৪ইং, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩০২ পেনাল কোড ১৮৬০, দায়রা-১৫৩/১৮, জিআর-৫৯৯/১৪।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার মনির আহম্মদ নগরের পতেঙ্গা থানার পুরাতন কন্ট্রোল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম এবং র‌্যাব-১১ নারায়নগঞ্জ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে সে জিজ্ঞাসাবাদে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। এসময় সে আরও জানায় গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১০ বছর ধরে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

গ্রেপ্তার মনির আহম্মদকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ