Logo
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন স্কুল ছাত্র হত্যাঃ লোহাগাড়ায় ৬ জনকে আসামী করে মামলা, একজন আটক লোহাগাড়ায় শ্রমিকদলের জরুরি সংবাদ সম্মেলন ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ লোহাগাড়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শনে ডেনমার্কের বিশেষ প্রতিনিধি দল সাংবাদিক নেতার পরিবারে উপর নির্যাতন! জড়িতদের বিচার দাবি সাংবাদিক মহলের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় আনন্দ মিছিল

লংগদুতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে আয়েশা সিদ্দিকা (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মধ্যরাতে উপজেলার লংগদু সদর ইউনিয়নের ভাইবোনছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সময় ঘরে বজ্রপাত পড়ে কিশোরী আয়শা সিদ্দিকা গুরুতর আহত হয়। পড়ে তাকে উদ্ধার করে স্বজনরা লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত হয়েছেন মৃত আয়েশা সিদ্দিকার মা তাজেনুর বেগম (২৯), নানী হাজেরা বেগম (৭০) এবং খালাতো বোন জেসমিন আক্তার (১৫)। আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।

জানা গেছে, নিহত আয়শা সিদ্দিকা ময়মনসিংহ থেকে তার মামা জাকির খাঁর বাড়িতে (লংগদু) গত তিন মাস আগে বেড়াতে আসে। জাকির খাঁ চাষাবাদের জন্য বিলে অস্থায়ী ঝুপড়ি ঘরে বসবাস করতেন। বজ্রপাতের সময় নিহত কিশোরী আয়শা সিদ্দিকা ও আহত তিনজন ওই ঘরে অবস্থান করছিলেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুন বলেন, বজ্রপাতের সময় জ্ঞান হারায় আয়শা সিদ্দিকা। পরে আর জ্ঞান ফিরে আসেনি। বৃহস্পতিবাদ ভোর পাঁচটার দিকে আয়শাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। আর আহতরা সবাই শঙ্কামুক্ত আছেন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ