Logo
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

রেলওয়ের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

রেলওয়ে, জমি, দখলমুক্ত, উচ্ছেদ, অভিযান

চট্টগ্রাম নগরীর নতুন রেলওয়ে স্টেশন থেকে সিআরবি পর্যন্ত রেলওয়ের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে নগরীর সিআরবি এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

পূর্বাঞ্চল রেলওয়ের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে বলে জানান রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

তিনি বলেন, এর আগে রেল মন্ত্রণালয় থেকে রেলের জমি দখলকারীদের ৭ দিনের সময়সীমা দিয়ে জায়গা ছাড়ার নোটিশ পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ায় সিআরবি এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

অভিযানের পূর্বে স্থানীয়ভাবে একাধিকবার মাইকিং ও সতর্কীকরণ নোটিশ দেওয়া জানিয়ে ধারাবাহিকভাবে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বললেন রেলওয়ে কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ