Logo
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন স্কুল ছাত্র হত্যাঃ লোহাগাড়ায় ৬ জনকে আসামী করে মামলা, একজন আটক লোহাগাড়ায় শ্রমিকদলের জরুরি সংবাদ সম্মেলন ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ লোহাগাড়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শনে ডেনমার্কের বিশেষ প্রতিনিধি দল সাংবাদিক নেতার পরিবারে উপর নির্যাতন! জড়িতদের বিচার দাবি সাংবাদিক মহলের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় আনন্দ মিছিল

রেয়াজউদ্দিন বাজারে আগুনে ৩ জনের মৃত্যু, আহত ২ নারী

নিজস্ব প্রতিবেদক:

নগরের রেয়াজউদ্দিন বাজারের আমতল এলাকার বাহার লেইনের একটি মার্কেটে  অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত দুই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন-মো: ইকবাল (২৬), মো: সাহেদ (২৮) ও হৃদয়ান (৩৫)।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। চারঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

জানা যায়, অগ্নিকাণ্ডে পর পাশে থাকা আটতলা ভবনের একটি ব্যাচেলর বাসায় তিনজন ধোঁয়ার কারণে আটকে পড়ে সেখানে মারা যান। এদের মধ্যে আহত অবস্থা আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রতক্ষ্যদর্শী এক বাসিন্দা জানান, মার্কেটটির বেশ কয়েকটি ফ্লোরে দোকান থাকলেও উপরের কয়েকটি তলায় মার্কেটের কর্মচারীরা থাকেন। অগ্নিকাণ্ডের পর কিছু কর্মচারী বেরিয়ে এলেও ভবনটিতে আটকে পড়েছেন বেশ কিছু লোক। দোতলার একটি মোবাইল যন্ত্রাংশের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, ‘আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যায়। চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ধারণা করা হচ্ছে, আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ থাকায় অনেকে গ্রামের বাড়িতে চলে গেছেন। না হলে হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা ছিল।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ