সিএসপি ডেস্কঃ
নগরের চান্দগাঁওয়ের রাহাত্তারপুল এলাকায় অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী নেজামকে (২৭) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) জাহিদুল কবির সিএসপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী নেজামকে ২ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ১১শ টাকাসহ গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মাদক মামলাসহ ৬টির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।
সিএসপি/বিআরসি