লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও শীর্ষক করণীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে লোহাগাড়া সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে উপজেলা যুবদলের আয়োজনে এ আলোচনা সভা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য এস.এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। এমনকি গুম খুনও করা হয়েছে। দেশের সব ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশ গঠনে বিএনপিসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের এক সাথে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে এক সাথে কাজ করার আহবান জানান।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মো. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালাউদ্দিন চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আবুল কাশেম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম জাকারিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. বাহাদুর চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সদস্য মো. হেলাল উদ্দিন, পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা কাইছার আহমেদ চৌধুরী মুন্না, আধুনগর ইউনিয়ন যুবদল নেতা রেজাউল করিম, কলাউজান ইউনিয়ন যুবদলনেতা আবুল বশর, চুনতি ইউনিয়ন যুবদলনেতা মো. আরফাত, চরম্বা ইউনিয়ন যুবদলনেতা মোহাম্মদ ফোরকান প্রমূখ।
উক্ত আলোচনা সভা ও করণীয় শীর্ষক কর্মশালায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।