Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

রামুতে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা

রামু প্রতিনিধি:

রামুর ঈদগড় ইউনিয়নে মো. নুর মোহাম্মদ (১৮) ও রুবিনা আকতার (১৭)  নামে এক স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপরেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবিনা বাইশারি ইউনিয়নের ধুইল্যাজিরি এলাকার কামাল হোছেনের মেয়ে ও রাউজানের বাসিন্দা নুর মোহাম্মদ।

ঈদগড় ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তিনি প্রশাসনকে অবহিত করেছেন। বর্তমানে ঘটনাস্থলে রামু থানা পুলিশ ও সিআইডি’র টিম রয়েছে।

ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো সিএসপি নিউজকে জানান, তিনি দোষীদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।

রামু থানার পুলিশ পরিদর্শক ইমন কান্তি চৌধুরী জানান, লাশের সুরতহাল রিপোর্টের কাজ চলমান রয়েছে। তাদের জবাই করে কারা হত্যা করেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি রুবিনা আকতার ও নূর মোহাম্মদ প্রেম করে অপ্রাপ্ত বয়সে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ