রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে মাটিবহনকারী একটি ট্রাক উল্টে চালক কলিম উল্লাহ (২৫) নিহত হয়েছেন।
নিহত কলিম উল্লাহ উখিয়ারঘোনা টিলাপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে।
সোমবার (১ এপ্রিল) রাত দুইটার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা তচ্ছাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
রামু থানার এসআই সোহরাব ভূঁইয়া বলেন, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। চাপা পড়ে ঘটনাস্থলে মারাযান চালক। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সিএসপি/বিআরসি