রামু প্রতিনিধি:
রামুতে অভিযান চালিয়ে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইসসহ মো. রাসেল নামে এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি।
শনিবার (১৫ জুন) তাকে আটক করা হয়। আটক রাসেল উখিয়া বালুখালী ময়নারঘোনা এলাকার মো. সেলিমের ছেলে।
৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের দক্ষিণ দিকে ধুরুমখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধুরুমখালী ব্রিজের ওপর একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে চালকের সিটের নীচে লুকানো ৪ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৯৯০ গ্রাম ক্রিস্টালমেথ আইস উদ্ধার করা হয়। সেই সঙ্গে ইজিবাইক চালক রাসেলকে আটক করা হয়।
আটক আসামি, আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/বিআরসি