রামু প্রতিনিধি:
রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পাহাড়ি ছড়ায় গোসল করতে গিয়ে মো. আব্দুর শুক্কুর (১২) ও প্রতিবেশী সালাহউদ্দিন খোকা (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে ) সকাল ১০ টায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য জাফর আলম।
মৃত শুক্কুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফজল আহমদের ছেলে এবং খোকা একই এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে থাকে। সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার পাহাড়ি ছড়ায় গর্তে জমে থাকা পানিতে স্থানীয় ৬/৭ জন শিশু মিলে গোসলে করতে নামে। এক পর্যায়ে ৪জন শিশু ছড়ার পানিতে ডুবে যায়। এসময় ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের শোর-চিৎকারে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দক্ষিণ মিঠাছড়িতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যুর খবরে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মারা যাওয়া শিশুদের মরদেহ তাদের বাড়িতে রয়েছে।
সিএসপি/বিআরসি