রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ছয়টি সেমিপাকা দোকান ও বসতঘর।
শুক্রবার (২৯ মার্চ) রাত দেড়টার দিকে চন্দ্রঘোনা সেগুনবাগান এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন-মোমিন উদ্দিন, দিদারুল আলম, মো. জসিম উদ্দিন ও মো. ইউসুফ।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, আগুনে মোমিন উদ্দিনের একটি সেমিপাকা দোকান, দিদারুল আলমেরিএকটি সেমিপাকা দোকান ও একটি বসতঘর, জসিম উদ্দিনের একটি সেমিপাকা দোকান, মো. ইউসুফের একটি সেমিপাকা দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।
তবে এসময় কেউ হতাহত হয়নি।
স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টায় ৩টার দিকে আগুন নেভানো হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিএসপি/বিআরসি