Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় ইছাখালীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আবদুল হান্নান (৩৪) নামে অটোরিকশা চালক নিহত হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রীও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ইছাখালী আপন ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হান্নান চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে। আহতরা হলেন- রাউজানের পাহাড়তলী শেখপাড়া এলাকার তাজউদ্দিন আহমেদ (৪০), সোস্যাল ইসলামি ব্যাংক ধামাইরহাট উপশাখার সোস্যাল অফিসার মোফাচ্ছের হোসেন চৌধুরী রায়হান (৩০) এবং চট্টগ্রামের অক্সিজেন এলাকার মো. মিনার (৩২)। এরমধ্যে মিনারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি মরিয়মনগর বাজারে মাছ সরবরাহ করে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে আপন ক্লাবের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি।

এ সময় অটোরিকশায় থাকা চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে চিকিৎসক চালক হান্নানকে মৃত ঘোষণা করেন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে গুরুতর আহত মিনারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা ম্যাডিকেলে নেয়া হচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শী ইছাখালী জাকিরাবাদ এলাকার মো. মহিউদ্দিন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভারকে পাওয়া যায়নি। এই ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ