চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আওয়াইমং মারমা (৩৩) নামে এক পাহাড়ি যুবকের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালের উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালের লেমু এলাকাস্থ লেবু বাগানে এই ঘটনা ঘটে।
নিহত আওয়াইমং মারমা উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতরা হলেন একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) ও সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহত সকলেই লেবু ব্যবসায়ী। তারা প্রতিদিন বাগানে লেবু পরিচর্যা, সংগ্রহ এবং বিক্রি করে সংসার চালাতেন।
সাম্প্রতিককালে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা বেশ কয়েকদিন ধরে রাতে বাগান পাহাড়া দিতেন। বুধবার রাতভর পাহাড়া দিয়ে ভোরে বাড়ি ফেরার সময় একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়।
এতে আওয়াইমং মারমার বৃকে গুলি লাগায় সে ঘটনাস্থলে মারা যায়। গুলিবিদ্ধ তিনজন। এরমধ্যে দু’জনের পেটে ও অন্যজনের হাতে গুলি লাগে। তারা তিনজনই বর্তমানে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে তদন্ত করছে। দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান পুলিশের এ কর্মকর্তা।