রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ মাওলানা আবদুল মান্নান (৭০) নামের এক অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুন) দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
নিহত হাফেজের বাড়ি উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে। তিনি চন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানায়, গত শনিবার (২১ জুন) সকালে শিক্ষক মান্নান চট্টগ্রাম নগরের বাসা থেকে রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে আসার সময় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন। তৎক্ষণাৎ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সোমবার তিনি মারা যান।
চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত আবদুল মান্নানের বাড়ি রাঙ্গুনিয়া হলেও তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকতেন। সোমবার বিকেলে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
সিএসপি/বিআরসি