চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড খন্ডলিয়াপাড়া গ্রামে পুকুরে ডুবে চার বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। আজ সোমবার (৭ এপ্রিল) প্রবাসফেরত পিতা দেশে ফিরলে শিশুটিকে দাফন করা হবে বলে জানান স্বজনরা।
মৃত শিশুটির নাম আছমা সিদ্দিকা সাফা। সে ওই এলাকার সৌদিয়া প্রবাসী মো. হাসান আলীর মেয়ে।
জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলছিলেন। কিছুক্ষণ পর থেকে সে নিখোঁজ হয়। পরে স্বজনরা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ দেখতে পাওয়া যায়।
তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, শিশুটির এমন মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।প্রবাসী পিতা খবর পেয়ে বাড়ি ফিরছেন। তিনি ফিরে এলে আজ বিকালের দিকে লাশ দাফন করা হবে।