রাঙামাটি প্রতিনিধি:
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের দুই কর্মী ও সমর্থককে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলে বেলা ১২টা পর্যন্ত।
অবরোধ শুরুর পরপরই নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন দুর্গম এলাকার সড়কগুলোতে অবস্থান নিয়ে টায়ার ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ইউপিডিএফের কর্মীরা।
তবে অবরোধের কারণে শহরের জীবনযাত্রা ও যান চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ ছিল দূরপাল্লার গাড়ি চলাচল। রাঙামাটি থেকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও উপজেলাগুলোর সঙ্গেও সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
পাশাপাশি জেলার সাজেক, নানিয়ারচর, ঘিলাছড়ি, বুড়িঘাটসহ বিভিন্ন এলাকায় ইউপিডিএফের কর্মীদের বিক্ষোভ প্রর্দশনের খবর পাওয়া গেছে।
রাঙ্গামাটি জেলা ইউপিডিএফের সংগঠক বাবলু চাকমা বলেন, জনগণ তাদের হরতালে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। এর মাধ্যমে তাদের দাবির প্রতিও সমর্থন জানিয়েছেন তারা।
সিএসপি/বিআরসি