Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

রাউজানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর দুই হাফেজের মৃত্যু

রাউজান প্রতিনিধি:

রাউজানে সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমামের মৃত্যুর পর এবার আহত ইমাম হাফেজ মাওলানা আলী হোসেনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলী হোসেন বাঁশখালীর চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে ও আইলীখীল দাওয়াতখোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদের পেশ ইমাম।

এর আগে গত সোমবার দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকার হাফেজ বজলুর রহমান সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে এক ইমাম সৈয়দুল হক নিহত হন। এসময় আহত হন ইমাম আলী হোসেন।

আলী হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয় ও মসজিদের খতিব মাওলানা সেকান্দর হোসেন।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ