রাউজান প্রতিনিধি:
রাউজানের উরকিরচর ইউনিয়নে মো. আবদুল করিম (১৯) নামে এক লাশ উদ্ধার করেছে পুলিশ
শুক্রবার (২৮ জুন) রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মীরাপাড়া গ্রামের আবদুল ওহাব তালুকদা রাড়ির বৈজ্যপুকুর নামক একটি পুকুর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
কিশোর আবদুল করিম নোয়াখালির দক্ষিণ হাতিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আবদুল করিম ওই এলাকায় কৃষিকাজ করতো। সন্ধ্যায় ওই ব্যক্তির লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, ওই ছেলেটি চুক্তি ভিত্তিক কৃষি কাজ করতো। পুকুরে তার লাশ পাওয়ার খবর পেয়েছি। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানিনা।
রাউজান থানার পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ লাল ঘোষ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। লাশের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। তবে পুকুরে ডুবে তার মৃত্যু হতে পারে।
সিএসপি/বিআরসি