রাউজান প্রতিনিধি:
রাউজানের ডাবুয়া ইউনিয়ন থেকে রানী বালা (৪৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রানী বালা ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুরঙ্গা গ্রামের স্বজন কান্তি নাথের মেয়ে।
শনিবার (২৯ জুন) সকালে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রানী বালার বড় ছেলে স্ত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ভোর চারটায় বাড়িতে ফিরে। তারা মাকে ডাকাডাকি করলে এসময় কোনও সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পান মা ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলে আছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/বিআরসি