রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে জানে আলম (৩৯) নামে এক যুবককে ২টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে র্যাব। জানে আলমের বিরুদ্ধে রাউজান থানায় ছয়টি মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত জানে আলম ভোমরপাড়া এলাকার মৃত আাজিজুল হকের ছেলে।
রোববার (১০ মার্চ) বেলা ১১টার দিকে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যেমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গতকাল শনিবার রাউজানের কদলপুরের দক্ষিণ জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার কারা হয়। এসময় তার কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার সিএসপি নিউজকে বলেন, জিজ্ঞাসাবাদে সে উক্ত আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারে নাই। জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহার করত।
তার বিরুদ্ধে রাউজান ও হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, চুরি, হত্যার চেষ্টা এবং অস্ত্র আইনসহ সর্বমোট ছয়টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সিএসপি/বিআরসি