রাউজান প্রতিনিধি:
রাউজানের উরকিরচর ইউনিয়নে লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. ইয়াকুব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব ওই এলাকার মৃত নুরুল ইসলাম খাঁর ছেলে।
স্থানীয়রা জানান, ইয়াকুব গাছে উঠে লোহার রড দিয়ে আম পাড়ার সময় ৩৩ হাজার বোল্টের বিদ্যুৎবাহী তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়। সঙ্গে সঙ্গে তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মুরগির দোকানি ছিল।
সিএসপি/বিআরসি