রাউজান প্রতিনিধি:
রাউজানে আম খাওয়ানোর লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ধর্ষক কামরুল ইসলামকে (২৭) আটক করে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। ধর্ষক কামরুল বস্তিতে বসবাসকারী নোয়াখালীর বাসিন্দা মো. কামালের ছেলে।
এরআগে বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের একটি নির্জন এলাকা নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র মতে, বুধবার (২৪ এপ্রিল) সকালে সাত বছর বসয়ী ওই শিশুকে গাছ থেকে আম পাড়িয়ে খাওয়ানোর লোভ দেখিয়ে নির্ঝন এলাকায় নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় ঘরে গিয়ে ঘটনা জানায় তার মাকে। এই ঘটনা শুনে বিক্ষুব্ধ বস্তির লোকজন নির্যাতনকারী কামরুলকে ধরে পিটুনী দিয়ে থানা পুলিশের কাছে তিুলে দেয়।
পরে পুলিশের সহযোগিতায় শিশুটিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ধর্ষণ মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
সিএসপি/বিআরসি