নিজস্ব প্রতিবেদক:
নগরের রাইফেল ক্লাব এলাকায় অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষিত অধিদপ্তর। এসময় ফ্যানের দাম বেশি রাখায় দুই দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ফ্যানের মূল্য বেশি রাখায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ সিএসপি নিউজকে বলেন, গরম বাড়ায় চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। সেই সুযোগে পাইকারি এবং খুচরা দোকানে কয়েকগুন বাড়ানো হয়েছে বৈদ্যুতিক পাকা ও চার্জার ফ্যানের দাম। অভিযানে ফ্যানের দাম বৃদ্ধি করায় দুই দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব বিষয়ে নজরদারী শুরু করা হয়েছে।
সিএসপি/বিআরসি