বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১দফা বাস্তবায়নে রাষ্ট্র কাটামো মেরামতের জন্য তারেক রহমানের ম্যাসেজ ইউনিয়নে,ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে লোহাগাড়ায় রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সভা চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা

রসুল (সঃ) অন্ধকার যোগের অবসান ঘটিয়ে চিরসত্যের আলোর পথ দেখিয়েছেনঃ ডাঃ শাহাদাৎ হোসাইন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল (সাঃ) এর আদর্শই উত্তম আদর্শ। তাকে অনুসরণ অনুকরণ করে সেই অনুযায়ী জীবন পরিচালনার বিকল্প নেই। তিনি বিশ্ব শান্তি ও মানবতার পথ প্রদর্শক। আমরা সবাই ওনার উম্মত। তার আদর্শকে বুকে ধারণ করতে হবে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মোহাম্মদ শাহাদৎ হোসাইন।

৩০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতিতে ঐতিহ্যবাহি সীরত ময়দানে ৫৪তম মাহফিলে ১৬তম অধিবেশনে বিশেষ মেহমানের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। ডাঃ মোঃ শাহাদাৎ হোসাইন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চুনতী সীরত মাহফিলে সবসময় আসতেন। হেলিপ্যাড দিয়ে এ মাঠে নামতেন। আরফাত ময়দানে জিয়াউর রহমানের হাতে লাগানো নিম পাতা গাছ রয়েছে। কোরআন আমাদের সংবিধান। কোন অনৈক্য থাকবেনা। কোরআন ও হাদিসের আলোকে আমাদের চলতে হবে।

মাহফিলে লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, এ সীরত মাহফিলকে ঘিরে লোহাগাড়ার আপামর জনসাধারণ, তৌহিদি জনতা অধিক আগ্রহে অপেক্ষা করত সীরত মাহফিলের জন্য। জালিমের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, স্বৈরাচারের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, জালিমের হাত থেকে ইসলাম রক্ষা পেয়েছে। আমরা আজকে স্বাধীন। স্বাধীন দেশে বসবাস করছি আমরা। আওয়ামী লীগ আমাদেরকে কোন কথা বলতে দেয়নি। আলেম-ওলামাদের স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। স্বৈরাচারীর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ অধিবেশনে প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা মোস্তাক আহমেদ ফয়েজি।

মাহফিলে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল ইসলাম নিজামী,বর্তমান অধ্যক্ষ মাওলানা মোঃ ফারুক হোসাইন,শাহ সাহেব কেবলার দৌহিত্র হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, ইমাম বায়হাকি, ব্যবসায়ী আবদু শুক্কুরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা,সাংবাদিক ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ