রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা লোহাগাড়া সদরের বটতলী স্টেষন। এ স্টেশনে মহাসড়কের দু`পাশে রয়েছে ভাসমান দোকান। বিশেষ করে দু`পাশে দাঁড়িয়ে থাকে মিনি বাস। এ স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দীর্ঘ যানজট। স্টেশনকে যানজট মুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা মুক্ত করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।৯ ডিসেম্বর সকালে উপজেলা সদরের বটতলী স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অযথায় মহাসড়কে পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসকে ১হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।অভিযানকালে লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ তরুণ চাকমা,বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান,লোহাগাড়া থানা পুলিশের সদস্যাবৃন্দ, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, বটতলী মোটর স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে যানজট লেগেই থাকে। ইউএনও স্যারের নির্দেশে স্টেশনকে যানজটমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা মুক্ত করতে অভিযানে চালিয়েছি।এ সময় স্টেশনে মহাসড়কের পাশে অযথায় দাঁড়িয়ে দুটি বাসে ভ্রাম্যমাণ অাদালতে ১হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।