রাউজান প্রতিনিধি:
রাউজানের পূর্বগুজরা ইউনিয়নে মায়ের সঙ্গে জমিতে ডাল তুলতে গিয়ে খালে পড়ে লাইকা আকতার (২) নামে এক শিশুকন্যা মারা গেছে।
লাইকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মীরধারপাড়া এলাকার মো. আলী ড্রাইভারের ছোট মেয়ে। সে এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট।
বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেশি আবদুল হামিদ বলেন, সকাল সাড়ে ১১টার দিকে লাইকার মা ডাল তুলতে গিয়েছিলেন বাড়ির পাশের জমিতে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছোট্ট মেয়ে লাইকাকে। ডাল তোলার এক পর্যায়ে মায়ের অজান্তে খেলতে খেলতে কাঁঠালভাঙা খালে পড়ে যায় লাইকা আকতার। পরে মা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশিরাসহ খুঁজতে খুঁজতে ১৫ মিনিট পর প্রায় একশ গজ দূরে খালে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়র হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিএসপি/বিআরসি