রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ তাঁর ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় ‘উইনার্স ব্যাগ’ নিয়ে আজ ৩ সেপ্টেম্বর সকালে হঠাৎ হাজির হলেন উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোস্তফা বেগম গালর্স হাই স্কুলে।
প্রধান শিক্ষককে সাথে নিয়ে ক্লাসে ঢুকে শুরু করলেন তাঁর ধারাবাহিক শিক্ষা বিষয়ক কার্যক্রম। তিনি বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে কিছু সময় মতবিনিময় করলেন ক্লাস। বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে তাদেরকে উৎসাহিত করলেন। শিক্ষার্থীরাও তার নির্দেশনা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলেন।
মতবিনিময় শেষে তার নিয়মিত শিক্ষা কার্যক্রম ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’-এর উপর একটি প্রতিযোগিতা আয়োজন করে বিজয়ী সাত জন শিক্ষার্থীর হাতে তুলে দেন আকর্ষণীয় পুরস্কারের ‘উইনার্স ব্যাগ’।
বিজয়ী শিক্ষার্থীরা হলেন যথাক্রমে ৮ম শ্রেণির তাছনিম সোলতানা পিংকি, আংদা সোলতানা ইলমি, আফরোজা সোলতানা তানহা, সালোয়া মাহমুদ তোসফা , ৯ম শ্রেণির জান্নাতুল মাওয়া রউপা, মোবাশ্বেরা আকতার ও সামিয়া নাছরিন ইমু।
বিজয়ী শিক্ষার্থীরা বলেন, ‘এভরিডে ফাইভ ওয়ার্ডস’ ইউএনও স্যারের অসাধারণ একটি উদ্যোগ। এখান থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি, এর মাধ্যমে আমাদের পড়াশুনার মানেরও অনেক উন্নতি হচ্ছে। স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাই
ইউএনও শরীফ উল্যাহ জানান, শিক্ষার মানোন্নয়নে গত বছর থেকেই কিছু পরিকল্পনা করে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের কল্যাণেই আমার এই সকল কর্যক্রম। আশানুরূপ উন্নতি হচ্ছে।শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজও ‘উইনার্স ব্যাগ’ দেওয়া হয়েছে বিজয়ী সাত শিক্ষার্থীকে। বিজয়ী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদেরকে ‘উইনার্স ব্যাগ’প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তাফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসান,উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা কানিজ ফাতেমা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোকতারুল আলমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।