Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

মোটরসাইকেল মেরামত করা হলো না মুন্নার

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের কুমিরায় নিজের মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায়  প্রাণ হারালেন মো. ইয়াছিন আলী মুন্না (২২) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার ফুলতলা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না কুমিরার নিউ রাজাপুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ির মো. আলীর ছেলে।

নিহতের পিতা মো. আলী সিএসপি নিউজকে বলেন, সকালে আমার ছেলে নিজের মোটরসাইকেল মেরামত করতে যাওয়ার সময় ফুলতলা এলাকার হাফিজ জুট মিলসের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, পিকআপের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী আহত হয় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ