Logo
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন স্কুল ছাত্র হত্যাঃ লোহাগাড়ায় ৬ জনকে আসামী করে মামলা, একজন আটক লোহাগাড়ায় শ্রমিকদলের জরুরি সংবাদ সম্মেলন ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ লোহাগাড়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শনে ডেনমার্কের বিশেষ প্রতিনিধি দল সাংবাদিক নেতার পরিবারে উপর নির্যাতন! জড়িতদের বিচার দাবি সাংবাদিক মহলের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় আনন্দ মিছিল

মীরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

মীরসরাই প্রতিনিধি:

মীরসরাইয়ে পণ্যবোঝাই পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মাছুম বিল্লাহ (৪০) ও  আবদুর রহিম (৪২) নামে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৩ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পিকআপভ্যান চালক মাছুম বিল্লাহ বরিশালের বাবুগঞ্জ উপজেলার হালুয়া এলাকার মরহুম আলাউদ্দিন মিয়ার ছেলে, অপরজন পিকআপভ্যানে থাকা পাবনা জেলার ঈশ্বরদীর বাবছুরা গ্রামের আজহার আলীর ছেলে আবদুর রহিম।

জানা গেছে, সকালে উপজেলার নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে পণ্যবোঝাই একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুছড়ে দুইজন আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন সিএসপি নিউজকে জানান, নিজামপুর এলাকায় দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ