মীরসরাই প্রতিনিধি
মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর কমর আলী রাস্তার মাথায় অবস্থিত একটি ইট বালির দোকানের সামনে থেকে তাদের আটক করে মীরসরাই থানা পুলিশ।
আটককৃত ডাকাতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরএলাহি এলাকার আবু সিদ্দিক ছেলে মো. খোকন (২৮), একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (৩৩), বরিশালের বাবুগঞ্জ থানার মৃত আলতাফ আলীর ছেলে রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লা নাঙ্গলকোট থানার মো. মোস্তফা ছেলে মো. মনসুর আলম (৩৬)।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। আটকের ঘটনায় থানায় মামলা (নং ১৪) করে আদালতে পাঠানো হয়েছে।
সিএসপি/বিআরসি