Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবীন শিক্ষক বাবু বাদল চন্দ্র দাশ আর নেই পোশাক বিক্রিতে প্রতারণা: মেগা মার্টকে লাখ টাকা অর্থদণ্ড ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবেঃ আনোয়ারুল আলম চৌধুরী লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং ৮ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা প্রশাসনের পৃথক অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় চট্টগ্রাম বন্দরে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ চায় জামায়াত পবিত্র কুরআনে মানবজীবনের সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে চান্দগাঁও থানার চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার কর্ণফুলী নদীতে নিখোঁজ শাকিলের নিথর দেহ উদ্ধার হাটহাজারীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী আটক

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

মীরসরাই প্রতিনিধি:

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক (৭৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। এর আগে, বুধবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।

এমদাদুল হক উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকার মরহুম ওবায়দুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার। তিনি মীরসরাই পৌর আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

জানা গেছে, চলতি বছরের ১ মে মীরসরাই পৌরসদরে ফুটওভার ব্রিজের নিচে দ্রুতগামী একটি হায়েস গাড়ি ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক কোনও উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

নিহত এমদাদুল হকের ছেলে মাহমুদুল হক জুয়েল বলেন, আমার বাবা দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। দু’বার অপারেশন করা হলেও শারীরিক কোনও উন্নতি হয়নি। বুধবার রাত সাড়ে ১১টা দিকে তিনি মারা গেছেন।

মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাশিম সিএসপি নিউজকে বলেন, মুক্তিযোদ্ধা এমদাদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে তিনি মারা গেছেন। আমরা একজন জাতীর শ্রেষ্ঠ সন্তান হারালাম।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ