বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১দফা বাস্তবায়নে রাষ্ট্র কাটামো মেরামতের জন্য তারেক রহমানের ম্যাসেজ ইউনিয়নে,ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে লোহাগাড়ায় রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সভা চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৫

মীরসরাই প্রতিনিধি:

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ফায়ার সেফটির সিলিন্ডার বিস্ফোরণে ৫ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় মডার্ন সিনটেক্স লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-মীরসরাইয়ের পূর্ব ডোমখালী এলাকার শাহজাহানের ছেলে মুসলিম উদ্দিন (৩০), পাবনার সুজানগর উপজেলার বনকোলা এলাকার আকবর আলীর ছেলে মনিরুল ইসলাম (২৭), ফেনী সদর থানার গোবিন্দপুর গ্রামের নিরঞ্জন শীলের ছেলে পল্লব শীল (৩০), নেত্রকোনা সদর থানার কেন্দুয়া গ্রামের মো. ফরহাদের ছেলে সৈকত আহম্মদ (২০) ও একই জেলার পুরানবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. বুলবুল (২৪)।

জানা যায়, আহতদের উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় ফায়ার সেফটির একটি সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে পাঁচ টেকনেশিয়ান আহত হন। আহতদের মধ্যে একজন মডার্ন সিনটেক্স লিমিটেডের, অন্য চারজন ঠিকাদারি প্রতিষ্ঠান জেএড-৩ এ কর্মরত।

 

মডার্ন সিনটেক্স লিমিটেডের জিএম সফল বড়ুয়া জানান, ফায়ার সেফটির একটি এফএম ২০০ সিলিন্ডার কাত হয়ে ঢাকনা খুলে গ্যাস বের হলে পাঁচজন টেকনেশিয়ান আহত হন।

তিনি আরও জানান, এটি ঠিক বিস্ফোরণ না, অসাবধানতাবসত ঢাকনা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিসৎসক ডা. জয়া ধর জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের শারীরিক অবস্থা বেশি ভালো না হওয়ায় চমেকে রেফার করা হয়েছে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ