মিরসরাই প্রতিনিধি:
নগরের সদরঘাট থেকে মিরসরাইয়ের এক হত্যা মামলার আসামি মোক্তার (৫০) হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মোক্তার মিরসরাইয়ের রহমতাবাদের নুর আলাম প্রকাশ নাবালক মিয়ার ছেলে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে এক যুগ পর তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০১২ সালের অক্টোবরে মিরসরাইয়ের মিঠানালা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোক্তার হোসেন ও তার অন্যান্য ১৫/১৭ জন সহযোগী মিলে ছুরি ও চাপাতি দিয়ে নৃশংসভাবে একজনকে কুপিয়ে হত্যা করে।
হত্যার ঘটনায় নিহত ভিকটিমের বাবা বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮(১০)১২, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
মোক্তার জিজ্ঞাসাবাদে জানায়, উল্লেখিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।
গ্রেপ্তার আসামিকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলেজানায় র্যাব।
সিএসপি/বিআরসি