চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের পশ্চিম তেতৈয়া গ্রামে পুকুরে ডুবে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম উদয় দেবনাথ (৮)। সে ওই গ্রামের টিটু দেবনাথ ও পিংকিং দেবনাথ দম্পতির জ্যেষ্ঠ পুত্র। সে স্থানীয় তেতৈয়া নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উদয় তার সহপাঠী ও পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির সামনের পুকুরে স্নান করতে নামে।
পুকুরে স্নান শেষে বাকি সব শিশু ঘাটে উঠলেও উদয় নিখোঁজ হয়ে যায়। সহকর্মীরা দ্রুত উদয়ের বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।
পরে পরিবারের সদস্যরা পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিয়া বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখি, তার আগেই মৃত্যু হয়েছে।
জেএন/পিআর