মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলার উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এনায়েত হোসেন মিঠু।
আগামী বুধবার (২৬ জুন) বিকেল তিনটায় মিঠাছড়া স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সিএসপি/বিআরসি