রায়হান সিকদার, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর রাতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ শহীদুল্লাহ।
তিনি তার বক্তব্যে বলেছেন,বিএনপি ভালবাসার দল,সাধারণ মানুষের দল।আগামীতে যে নির্বাচন হবে একটি সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষভাবে হবে। আপনারা সকলে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নূর মুহাম্মদ শহীদুল্লাহ আরও বলেন,আমাদের মধ্যে ভূলক্রুটি হলে সবাইকে ক্ষমা চাইতে হবে। মানুষের উপকারে এগিয়ে আসব। মানুষের পাশে থাকব ইনশাল্লাহ। ভাল কাজে সবসময় সহযোগিতা করব। আমরা মুসলমান। আমাদেরকে শুদ্ধ হতে হবে। আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। অন্যজনদেরকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করবো।
সভায় স্থানীয় বিএনপি নেতা আনোয়ারুল হক আনোয়ারের সভাপতিত্বে সভায় চুনতি ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।