চট্টগ্রাম-১১ আসনে জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কেটলি প্রতীক প্রাপ্ত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জিয়াউল হক সুমন।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরের পর ৩০ নং ওয়ার্ডের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে প্রচারণা শুরু করেন তিনি।
এদিন ৩০ নং ওয়ার্ডের কামালগেইট বাজার হয়ে, উত্তর নালা পাড়া, দক্ষিণ নালা পাড়া, দারোগাহাট রোড, স্ট্যান্ড রোড, মাঝিরঘাট রোড হয়ে আশপাশের এলাকায় প্রচারণা চালান কেটলি প্রতীকের প্রার্থী জিয়াউল হক সুমন।
প্রচারণাকালে পথসভায় বক্তব্য রাখেন জিয়াউল হক সুমন। বলেন, আমি আপনাদের ভাই। আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি। ৭ জানুয়ারি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, আমি কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো সবসময়।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক আনিসুর রহমান লিপন, আহ্বায়ক জাহাঙ্গীর আলম পারভেজ, সদরঘাট থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালাউদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু সৈয়দ মাহমুদ, ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের, সাবেক ভিপি আব্দুল হাই, রাকিবুল আলম সাজ্জি, ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মাহবুবুল আলম জনি, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক মুহাম্মাদ রাশেদ, সদরঘাট থানা ছাত্রলীগের আহবায়ক মো. আকবর হোসেন রাজন, মহানগর ছাত্রলীগের সদস্য রকিবুল ইসলাম রকি, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রয়েল, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, মো. আলমগীর, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল, মো আইয়ুব আলী প্রমুখ।