রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান,পুলিশ ইচ্ছে করলেই এলাকার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার পুলিশ, আপনার পাশে।পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনাদের যেকোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। তিনি আরও বলেছেন,মাদক “জঙ্গিবাদ” গুজব সহ সামাজিক বিভিন্ন অপরাধ নির্মুলে কোন প্রকার ছাড় দেয়া হবে না । মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং মুক্ত লোহাগাড়া গড়তে আপনাদের সকলের সহযোগিতা পেলে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। জনগণ যখন মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে দৃশ্যমান হবে অপরাধীরা তখন অদৃশ্য হয়ে যাবে।তাই সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে সকলকে সহযোগিতা করতে আহ্বান জানান।
৩০জুলাই (রোববার) সকালে পুটিবিলা ইউপির মাঠে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ আপনার পাশে এ স্লোগানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে ইউপি সদস্য মাস্টার নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বৌদ্ধ ভিক্ষু নেতা তাপস জ্যোতি ভিক্ষু, ইউপি সদস্য মোঃ আবদুল কাদেরসহ ইউপির সকল সদস্যাবৃন্দ ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ,সুশীল সমাজের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।