রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনজনকে ২ লাখ ২০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।৩০ জানুয়ারি সকালে ভ্রাম্যমাণ আদালতে পৃথক ভাবে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।অভিযানকালে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে অফিস সহকারি তেজেন্দ্র বাবু, থানা পুলিশ ও আনসার বাবাসীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটির টপসয়েল কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালীরা। আমাদের প্রতিদিন এসব কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলছে। মঙ্গলবার সকালে উপজেলার বড়হাতিয়া, কলাউজান ও চরম্বা এলাকায় মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। মাটি কাটার দায়ে মাটি বালু মহাল ব্যবস্থাপনা ২০১০ এর ১৫(১) ধারায় কলাউজানে ফোরকান নামে এক যুবককে ৫০হাজার টাকা,বড়হাতিয়া জঙ্গলী পীর পাড়ায় সাইফুলকে ১ লাখ টাকা এবং চরম্বা মাইজবিলা বড়ুয়া পাড়া এলাকায় আবু বক্কর নামে এক যুবককে ৭০হাজারসহ মোট তিনজনকে ২ লাখ ২০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।