রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র পরিষদ গঠন করা হয়ছে।অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দীনকে কো-অর্ডিনেটর ডা.মোঃশহিদুল ইসলাম কে আহ্বায়ক এবং সাংবাদিক আব্দুল ওয়াহাব কে সদস্য সচিব করে মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্কুলের হল রুমে এক জরুরি সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মন্নান এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা করেন।আগামী ৩মাসের মধ্যে সকল প্রাত্তন ছাত্র/ছাত্রীদের কে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করছেন প্রাক্তন ছাত্র/ছাত্রীরা।