মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীতে লবণ মাঠের জমি ও চিংড়িঘের দখল-বেদখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মো. ওসমান নামের (৩৮) এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত ওসমান মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের ছেলে।
নিহতের ভাই খাইরুল আমিন অভিযোগ করে বলেন, গত ৪ মে স্থানীয় সন্ত্রাসী আমানের নেতৃত্বে এহাছান করিম, রাহমত করিম, মকসুদ মিয়া, আবু বক্করসহ কয়েকজন তার ভাইকে তুলে নিয়ে গুলি করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। রোববার (৫ মে) রাত আনুমানিক ৩টার দিকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
সিএসপি/বিআরসি