নিজস্ব প্রতিবেদক:
কথা কাটাকাটির জেরে মহসিন কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৬ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহসিন কলেজের সামনে ছাত্রদের মধ্যে এ সংঘর্ষ হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর সিএসপি নিউজকে বলেন, সামান্য কথা কাটাকাটির জেরে ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
তবে প্রাথমিকভাবে কোনও দলীয় সংঘর্ষের তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির তদন্ত চলছে বলে ওসি জানান।
সিএসপি/বিআরসি