লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে মল্লিক ছোবহান হাজীর পাড়া চ্যাম্পিয়ন’স ট্রপি ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।১৭ জানুয়ারি বিকেলে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ ইকবাল হোসাইন।বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল,লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক,আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী নায়েবে আমীর কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী,সাবেক ব্যাংকার মাহবুবুর রহমান চৌধুরী,পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাশেদুল আলম চৌধুরী।এ সময় দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছলিম উল্যাহ চৌধুরী ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।