বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১দফা বাস্তবায়নে রাষ্ট্র কাটামো মেরামতের জন্য তারেক রহমানের ম্যাসেজ ইউনিয়নে,ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে লোহাগাড়ায় রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সভা চুনতিতে ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি! বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বড়হাতিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা

মইজ্জ্যারটেক পশুর হাট পরিদর্শন সিএমপি কমিশনার

কর্ণফুলী প্রতিনিধি:

কর্ণফুলীর মইজ্জ্যারটেক কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়।

শনিবার (১৫ জুন) সকালে তিনি কর্ণফুলীর মইজ্জ্যারটেক পশুর হাটের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন।

এ সময় পুলিশ কমিশনার বলেন, আমার জানামতে এ পশুর হাট চট্টগ্রাম দক্ষিণের সবচেয়ে বড় হাট। এ হাটে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে  পুলিশের সতর্ক দৃষ্টি রয়েছে।

তিনি পশুর হাটে কোনও ধরনের অভিযোগ থাকলে তা পুলিশের কাছে অভিযোগ দেয়ার অনুরোধ জানান। এ ছাড়া দ্রুত নিরাপত্তা সংক্রান্ত সেবার প্রয়োজন হলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করতে বলেন।

পুলিশ কমিশনার বলেন, ট্রাক থেকে গরু নামানোর এবং বিক্রয়ের সময় সংশ্লিষ্ট সড়কের ট্রাফিক ব্যবস্থা যেন ঠিক থাকে সেদিকে হাট কমিটিকে নজর দিতে হবে। পরিদর্শনকালে তিনি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

এ সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) মো. তারেক আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা, বন্দর জোনের সহকারী কমিশনার আসিফ মো. গালিব, কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসানসহ সিএমপির পুলিশ কর্মকর্তারাসহ হাটের ইজারাদার মো. জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মো. সেলিম উদ্দিন আহামদ, ব্যবসায়ী এবং বাজার কমিটির  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ