কর্ণফুলী প্রতিনিধি:
কর্ণফুলীর মইজ্জ্যারটেক কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়।
শনিবার (১৫ জুন) সকালে তিনি কর্ণফুলীর মইজ্জ্যারটেক পশুর হাটের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন।
এ সময় পুলিশ কমিশনার বলেন, আমার জানামতে এ পশুর হাট চট্টগ্রাম দক্ষিণের সবচেয়ে বড় হাট। এ হাটে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে পুলিশের সতর্ক দৃষ্টি রয়েছে।
তিনি পশুর হাটে কোনও ধরনের অভিযোগ থাকলে তা পুলিশের কাছে অভিযোগ দেয়ার অনুরোধ জানান। এ ছাড়া দ্রুত নিরাপত্তা সংক্রান্ত সেবার প্রয়োজন হলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করতে বলেন।
পুলিশ কমিশনার বলেন, ট্রাক থেকে গরু নামানোর এবং বিক্রয়ের সময় সংশ্লিষ্ট সড়কের ট্রাফিক ব্যবস্থা যেন ঠিক থাকে সেদিকে হাট কমিটিকে নজর দিতে হবে। পরিদর্শনকালে তিনি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
এ সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) মো. তারেক আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা, বন্দর জোনের সহকারী কমিশনার আসিফ মো. গালিব, কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসানসহ সিএমপির পুলিশ কর্মকর্তারাসহ হাটের ইজারাদার মো. জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, মো. সেলিম উদ্দিন আহামদ, ব্যবসায়ী এবং বাজার কমিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিএসপি/বিআরসি