নিজস্ব প্রতিবেদক:
ভোলার চরফ্যাশনের দুর্ধর্ষ ডাকাত ২৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর মোহাম্মদ (৩০) প্রকাশ হেজুকে নগরের ইপিজেড থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার নুর মোহাম্মদ ভোলার চরফ্যাশনের দৌলতপুর গ্রামের সৈয়দ কবিরাজ এর ছেলে।
শুক্রবার (৫ এপ্রিল) রাতে ইপিজেড থানার মাইলের মাথা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহাম্মদ ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এবং র্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে এক ডাকাতির মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে।
আসামি নুর মোহাম্মদ জিজ্ঞাসাবাদে আরও জানায়, সে মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা থেকে চট্টগ্রাম এসে আত্মগোপন করেছিল।
গ্রেপ্তার আসামিকে ভোলা জেলার চরআইচ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সিএসপি/বিআরসি