Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে ১২ আসামির রিমান্ড মঞ্জুর পুলিশের ওপর হামলার মামলা ফ্যাসিস্ট সরকার বিদেশে বসে একের পর ষড়যন্ত্রে লিপ্তঃ মাওলানা মুহাম্মদ শাহজাহান চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু

ভালভাবে লেখাপড়া করে উন্নত জীবন গড়তে হবেঃ চট্টগ্রাম-১৫ আসনে সংসদ সদস্য আবদুল মোতালেব 

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

শুধু স্কুলে এসে ক্লাস করলে হবেনা, লেখাপড়ায় পারদর্শী হতে হবে। তখন তোমাদের জীবন আলোকিত হবে বলে মন্তব্যে করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপি।তিনি বলেন, জীবনের কাজে আসবে সেই শিক্ষা অর্জন করতে হবে।ভালভাবে লেখাপড়া করে উন্নত জীবন গড়তে হবে। আওয়ামী লীগ সরকার শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন।শিক্ষার প্রতি অনেক বেশি আন্তরিক। শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে এবং শিক্ষার মানোন্নয়নে এ বিদ্যালয়ের অবদান প্রশংসীত। প্রত্যেক শিক্ষার্থীকে আদর্শিক শিক্ষা অর্জনের মাধ্যমে এদেশে অগ্রনী ভূমিকা রাখবে।৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর উচ্চ বিদ্যালয়ের ২০২৪সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আধুনগর ইউপির চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।বিদ্যালয়ের শিক্ষক শিপু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির বদ,লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন,আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমদ,চরম্বা ইউপি সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাদত উল্যাহ, যুবলীগ নেতা জাহিদুল কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন রকি, সৌদি প্রবাসী বাহা উদ্দিন, সাবেক ছাত্রনেতা তৌহিদুল হাসান,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান,আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক রুবেলসহ বিদ্যালয়ের অভিভাবকগণ,আধুনগরের সকল মেম্বারগণ, ও সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ