Logo
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

ভারত-ভিয়েতনাম থেকে ৩৮ হাজার টন চাল এল চট্টগ্রাম বন্দর

ভারত, ভিয়েতনাম,চাল,চট্টগ্রাম বন্দর

সরকারি চুক্তির আওতায় ভারত-ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল নিয়ে দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

গতকাল বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থাকে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ত্রোঙ আন শিপ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌছেছে।

সূত্র জানিয়েছে, জাহাজে হোচিমিন সিটি বন্দর থেকে চালের চালানটি গত ১০ মার্চ বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বুধবার দুপুর নাগাদ জাহাজটিকে বন্দরের জেসিবি ১২ নাম্বার জেটিতে বার্থিং দেয়া হয়।

চালের নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে বিকেল থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে। ভিয়েতনাম থেকে চলতি মাসের মধ্যে আরো ৪ টি জাহাজে ৭৫ হাজার টন চাল চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন সেভেন সীজ শিপিং লাইন্সের স্বত্বাধিকারী আলী আকবর।

খাদ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকরা ২১ হাজার ৮০মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি রেক এলিট জাহাজটিও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ