রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার(২৭) কে দেখতে গেলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন(নির্মাণ বিভাগ) লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি,নকশা ইঞ্জিনিয়ারিং চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ইউসুফ।
১ ডিসেম্বর দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দয়ার পাড়াস্থ অসুস্থ শ্রমিক আনোয়ার হোসেনকে দেখতে যান তিনি।
এ সময় নগদ অর্থ সহায়তাসহ একটি চিকিৎসা সহায়তা ফান্ড তৈরীর আশ্বাস দেন শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ।
সাথে ছিলেন নির্মাণ সেক্টরের সহ-সভাপতি দিদারুল আলম এবং নির্মাণ সেক্টরের লোহাগাড়া ইউনিয়ন সভাপতি জহির উদ্দিন।
উল্লেখ্য,লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রশিদার পাড়ার আব্বাস টাওয়ারের ৩ তলা ভবন থেকে পড়ে গত ২৪ নভেম্বর দুপুরে নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন (২৮) পা ভেঙে গুরুত্বর আহত হন।